দাখিল পরীক্ষা ২০২২: সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার নম্বর বিভাজন
দাখিল পরীক্ষা ২০২২: মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস, পরীক্ষার সময় ও নম্বর বিভাজন ( নম্বর বন্টন) নির্দেশিকা প্রকাশ করেছে।
বিঃ দ্রঃ- এরই মধ্যে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। দাখিলের বিস্তারিত সময়সূচি জানাতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা ২০২২: সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস ও পরীক্ষার নম্বর বিভাজন নির্দেশিকা
মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্প্রতি বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাস নতুন করে আবারো পুনর্বিন্যাস করা হয়েছে। আগের পুনর্বিন্যাস করা সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের সাথে, এই তিন পত্র যুক্ত করে আবারো প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড।
সাথে দাখিল পরীক্ষা-২০২২ এর পরীক্ষার বিষয় নির্ধারণ, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন (নম্বরবণ্টন) সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
২ মার্চ ২০২২ খ্রি. তারিখে, দাখিলের নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাস (পাঠ্যসূচি) ও প্রশ্নের নম্বর বন্টন প্রকাশ করা হয়।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, পরীক্ষার সিলেবাস সংশোধন ও নম্বর বন্টন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
মাদ্রসা বোর্ডের দাখিল পরীক্ষা ১৯/০৬/২০২২ খ্রি. তারিখ থেকে শুরু হবে। দাখিলের ফরমপূরণ শুরু হয়েছে ১৩/০৪/২০২২ খ্রি. তারিখ হতে।
আর পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা ১৯/০৫/২০২২ খ্রি. তারিখ থেকে শুরুর কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এবারে দাখিলের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
আরো জানুন:
দাখিল পরীক্ষার মানবন্টন (নম্বর বন্টন) নির্দেশিকা ২০২২
আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্ন পত্রের সময় ও নম্বরবন্টন
এসএসসি-দাখিল ভোকেশনালের কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?
লক্ষনীয়: ২০২২ সালের দাখিলের কোন কোন বিষয়ের পরীক্ষা হবে তার তালিকা দেওয়া আছে নিচের বিজ্ঞপ্তিতে। আর কোন কোন বিষয়ের পরীক্ষা হবে না তারও তালিকা পাওয়া যাবে নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।
মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (পুনর্বিন্যাসকৃত নতুন পাঠ্যসূচি)
২০২২ সালের দাখিল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এছাড়া বাংলা ও ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাস আরো সংক্ষিপ্ত করা হয়েছে।
২ মার্চ ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসার দাখিল পরীক্ষার নতুন সিলেবাসের পিডিএফ কপি (১১০ মেগাবাইট, মোট ১৩৬ পৃষ্ঠা) প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত দাখিল শর্ট সিলেবাসের অরজিনাল কপি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। (এখানে সকল বিষয়ের সিলেবাসের কপি আছে। ১১০ মেগাবাইটের বৃহৎ ফাইল তাই ডেক্সটপ ব্রাউজারে সিলেবাস সংগ্রহের চেষ্টা করুন)।
উপরের লিংকের সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, দাখিলের সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে। (অরিজিনাল ফাইল থেকে কম মেগাবাইটের সিলেবাস ফাইল করা করা হয়েছে)।
আর যদি বাংলা ও ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাস সংগ্রহ করতে চান, তাহলে নিচের প্রতিবেদন হতে সহজে সংগ্রহ করতে পারবেন।
দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)
এসএসসি-এইচএসসি ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর
দাখিল পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন (নম্বর বিভাজন) ২০২২
মাদ্রাসা বোর্ড প্রকাশিত দাখিল পরীক্ষার নম্বর বন্টন নির্দেশিকায়, প্রতি বিষয়ে পৃথক-পৃথক ভাবে প্রশ্নের সময় ও নম্বর বিভাজন করা হয়েছে।
প্রতিটি বিষয়ে MCQ/বহুনির্বাচনী প্রশ্নের সময় থাকবে ২০ মিনিট। আর CQ/রচনামূলক প্রশ্নের সময় নির্ধারণ করা হয়েছে ০১ ঘন্টা ৪০ মিনিট। মোট পরীক্ষার সময় ২ ঘন্টা।
বিজ্ঞানের বিষয় ছাড়া অন্য সব সাধারণ বিষয়ের MCQ প্রশ্ন থাকবে ৩০ টি। উত্তর দিতে হবে ১৫ টি প্রশ্নের। মোট নম্বর ১৫।
সাধারণ বিষয়ের CQ/রচনামূলক প্রশ্ন থাকবে ১১ টি, উত্তর দিতে হবে যে কোন ৪ টি প্রশ্নের। মোট নম্বর ৪০।
বিজ্ঞানের বিষয়সমূহে MCQ/বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫টি আর উত্তর দিতে হবে ১৫টি প্রশ্নের। মোট নম্বর ১৫।
আর বিজ্ঞানের CQ/রচনামূলক প্রশ্ন থাকবে ৮টি, উত্তর দিতে হবে ৩টি প্রশ্নের। মোট নম্বর ৩০।
তাজভিদ (নসর ও নজম), তাজভিদ বিষয়ের নম্বর বিভাজন একটু ভিন্নভাবে করা হয়েছে।
নিচের বোর্ডের বিজ্ঞপ্তি থেকে দাখিল পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানুন
২০২২ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আমাদের জানাতে পারেন।
আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস
কারিগরি এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স)
তথ্যসূত্র-
বাংলা ২য় পত্র সিলেবাস
My dakil selebas
এই প্রতিবেদনে দাখিলের রুটিন সংযুক্ত করা আছে। মোবাইলে হলে, পেজটি রিলোড করুন। তাহলে ছবি আকারে যুক্ত রুটিনের কপি দেখতে পারবেন।
দাখিল ২০২২এর সর্ট সিলবাস পিডিএফ দেন।যেন দাখিল ২০২২ সর্ট সাজেশন লেখলেই পিডিএফ পেয়ে যাই।
এখান থেকে সরাসরি মাদ্রাসা বোর্ডের দাখিলের সট সিলেবাস সংগ্রহ করতে পারবেন। তবে বৃহৎ আকারের ফাইল হওয়ায় মোবাইলে লোড করতে সমস্যা হতে পারে। তাই কম্পিউটারে চেষ্টা করুন।
রুটিন
আমি