Home » দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪: Dakhil eFF Form Fill-up 2024

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪: Dakhil eFF Form Fill-up 2024

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ (Dakhil eFF Form Fill-up 2024): মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিলের ফরম পূরণ ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

দাখিল ফরমপূরণের ফি ২০২৫/= থেকে সর্বোচ্চ ২৩০৫/= টাকা। বিলম্বে ফরম ফিলাপ করতে আরো ১০০/= টাকা দিতে হবে।

Dakhil eFF Form Fill-up 2024: দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক নোটিশে, ২০২৪ সালের দাখিল পরীক্ষার eff ফরমফিলাপের সময়সূচি, ফি এর পরিমান নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহাবুব হাসান স্বাক্ষরিত ফরম পূরণের নোটিশে, ১৮ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২৪ সালের দাখিল পরীক্ষার অনলাইন eff ফরম ফিলাপ শুরু হবে ৩০ অক্টোবর ২০২৩ থেকে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ফরমফিলাপের ফি পরিশোধ করা যাবে ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

লক্ষ্য করুন: ২০২৪ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস ও প্রশ্নের নম্বর বন্টন সম্পর্কে  জানাতে নিচের প্রতিবেদন পড়ুন।

দাখিল পরীক্ষার অনলাইন eFF ফরম পূরণের তারিখ

২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ অকৃতকার্য পরীক্ষার্থীদের ২৯ অক্টোবর তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে ২৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে eff ফরম পূরণ করা যাবে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

অনলাইনে দাখিল ফরম ফিলাপ এর নির্ধারিত ফি জমা দিতে হবে ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে মধ্যে।

বিলম্ব ফি সহ ফরম পূরণের তারিখ: ৯ থেকে ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। বিলম্বে ফরম পূরণ করতে ১০০/=টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে।

দাখিল ২০২৪ পরীক্ষার ফরম ফিলাপ ফি কত টাকা?

২০২৪ সালের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করতে নিম্নোক্ত হারে ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সর্বমোট ২৩০৫/= টাকা পরিশোধ করতে হবে।

এই বিভাগের শিক্ষার্থীদের ফিয়ের ১৮১৫/= টাকা বোর্ড ফি ও ৪৯০/= টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে।

সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের দাখিলের ফরম পূরণের জন্য সর্বমোট ২০২৫/= টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগগুলোর শিক্ষার্থীদের মোট ফিয়ের ১৬১৫/= টাকা বোর্ড ফি ও ৪১০/= টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক ফি ২৫/= টাকা।

দাখিলের খাতওয়ারি পরীক্ষার ফি এর তালিকা নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানুন।

আরো পড়ুন:

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ pdf

মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন

Madrasah Education Board Dakhil eFF Form Fill-up Notice 2024

মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কারা ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া অনলাইনে eff ফরম ফিলাপ ও পরীক্ষার ফি পরিশোধের পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের যুক্ত বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ুন।

Dakhil eFF Form Fill-up Notice 2024

দাখিল পরীক্ষার অনলাইন eFF ফরম পূরণের তারিখ ২০২৪

দাখিল ফরম ফিলাপ ফি এর হার

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২৪

২০২৪ সালের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি ফরম ফিলাপ ২০২৪: SSC eFF Form Fill up 2024

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 Comments

  1. Badol khan বলেছেন:

    হাজী আহমাদ আলি আলিয়া কামিল এম এ মাদ্রাসা সিরাজগঞ্জ , থেকে ফর্ম ফিলাফ ফি ১৫৪৫ টাকার পরিবর্তে ৩০০০ টাকা চাচ্ছে,, কারন জানতে পারছি না।
    যদি ব্যাপার টা দেখতেন।

    1. মোঃনিজাম উদ্দিন বলেছেন:

      একই প্রশ্ন ভোলাইন বাজার আলিম মাদ্রাসা থেকে?

    2. Badhon Ahmed Shanto বলেছেন:

      তাদেরকে পুলিশের আওতায় আনা হোক

  2. রূপকথা বলেছেন:

    নূরে মোহাম্মদীয়া (স) ছুন্নিয়া আলিম মাদ্রাসা 1545টাকার পরিবর্তে 2500টাকা করে নিচ্ছে ঠিকানা হবিগঞ্জ, বনগাঁ,সুগর

    1. বেশী নিলে স্থানীয় প্রশাসনে জানাতে পারেন।

  3. মোঃনিজাম উদ্দিন বলেছেন:

    ভোলাইন বাজার আলিম মাদ্রাসায় সাধারণ বিভাগের জন্য ১৫৪৫টাকার জায়গায় ৩০০০হাজার টাকা করে নিচ্ছে, যা আমাদের মত নিম্ন বিত্ত পরিবারের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়, মাননীয় শিক্ষা মন্ত্রি আশা কর এসব বিসয় দেখবেন।

    1. Forhad Ahmed বলেছেন:

      দাখিল পরীক্ষা ২০২২ ফরম ফিলাপ নির্ধারিত তারিখ ১৩-৪-২২হতে ২৪-৪-২২পর্যন্ত ছিল, কিন্তু আমরা এই তারিখে ফরম ফিলাপ করতে পারি নাই।
      অতএব, যদি অন্য কোনো তারিখে ফরম ফিলাপ করা যায় তবে জানাবেন।

    2. এখনো দাখিলের ফরম পূরণের বর্ধিত সময়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

  4. Toufid hasan বলেছেন:

    আমাদের মাদ্রাসা থেকে সাধারন বিভাগে ১৫৪৫টাকার পরিবর্তে ৩০০০ টাকা নিতে চাচ্ছে। আমরা এই বারতি ফি দেওয়া কষ্ঠ সাধ্য।ধোবাউড়া,ময়মনসিংহ।

    1. স্থানীয় প্রশাসনে অভিযোগ জানান।

  5. মোঃ শাহজাহান সিরাজ বলেছেন:

    মাদ্রাসা শিক্ষকদের এ অবস্থা মানা যায় না।

    1. Md.Golam Mostofa বলেছেন:

      দাখিলের ফরম পূরণের বর্ধিত সময়ের বিজ্ঞপ্তি প্রকাশ এর সম্ভাবনা আছে কি?
      ফরম পুরন করতে পারিনি!

    2. এখনো দাখিল ফরম পূরণের সময় বর্ধিত করে নোটিশ প্রকাশ করা হয়নি।

  6. MD.Tanvir বলেছেন:

    আমাদের মাদ্রাসা থেকে 3200 টাকা করে নেওয়া হচ্ছে। যেটা আমাদের মত গরিবদের পক্ষে অনেক কষ্টকর। আমাদের থেকে বেশি টাকা নেওয়া হয়। অথচ শিক্ষা বোর্ড এত টাকা দাবি করে নাই। মাদ্রাসার নাম নেছারাবাদ ছালেহিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা। কালঁচো হাজিগঞ্জ চাঁদপুর। আমাদের প্রিন্সিপালের নাম মোহাম্মদ নাজিম উদ্দিন।

    1. স্থানীয় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বোর্ডে অভিযোগ করুন।

  7. Riyadh বলেছেন:

    ভোলাইন বাজার আলিম মাদরাসা 2300 টাকা জায়গায় 3000 টাকা দাবী মধ্যবিত্ত পরিবার সন্তান তাই টাকা দিতে পারি না তাই শিক্ষা মন্ত্রী কাছে আবেদন জানাচ্ছি আমরা