অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন ৩-৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদলির আবেদন গ্রহণ করা হবে ৩ হতে ৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ২য় দফার প্রাথমিকের বদলি আবেদন একই উপজেলার মধ্যে প্রযোজ্য হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদলির আবেদন ৩-৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত (২য় দফা)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ২য় দফার বদলি আবেদন গ্রহণ শুরু করেছে। প্রাথমিকের ২য় দফার বদলি আবেদন একই উপজেলার মধ্যে প্রযোজ্য হবে বলে অধিপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষক বদলির ২য় দফার আবেদনের সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন সুলতানা বদলির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকের সহকারি শিক্ষকগণ শর্ত সাপেক্ষে ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।
অনলাইনে বদলি আবেদনের ঠিকানা: http://myschool.eis.dpe.gov.bd/login
একই উপজেলার মধ্যে প্রাথমিকের ২য় দফার বদলি আবেদনের শর্ত
প্রাথমিকের সহকারি শিক্ষক বদলি আবেদনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নীতিমালা অনুসরণ করা হবে।
প্রাথমিকের ২য় দফার বদলির শর্ত অনুযায়ী, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দ দিতে পারবেন। তবে, কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুইটি স্কুল পছন্দ দিতে পারবেন।
৩ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষদের ২য় দফার বদলি আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
২০২৩ সালের ২য় দফার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলির আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সকলকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি)
সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf
তথ্যসূত্র-
Great