প্রাথমিক শিক্ষক বদলির আবেদন ৩০ মার্চ-১ এপ্রিল ২০২৪

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক আন্তঃউপজেলা বদলির আবেদন গ্রহণ করা হবে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি আবেদন একই উপজেলা/থানার মধ্যে প্রযোজ্য হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনলাইনে প্রাথমিক শিক্ষক আন্তঃউপজেলা বদলির আবেদন ৩০ মার্চ-১ এপ্রিল ২০২৪ পর্যন্ত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকদের আন্তঃউপজেলা বদলি আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে ১ এপ্রিল তারিখে।

প্রাথমিকের বদলি আবেদন একই উপজেলার মধ্যে বদলির জন্য প্রযোজ্য হবে বলে প্রাথমিক অধিপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৪ মার্চ ২০২৪ খ্রি. তারিখে সরকারি প্রাথমিক শিক্ষক বদলির আবেদনের সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম বদলির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকের সহকারি ও প্রধান শিক্ষকগণ শর্ত সাপেক্ষে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে আন্তঃউপজেলার বদলির আবেদন করতে পারবেন।

অনলাইনে বদলি আবেদনের ঠিকানা:

আরো জানুন:

DPE Notice: Primary Teacher News Update Office Order Gazette

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা (২২ ডিসেম্বর ২০২২ সংশোধিত)

প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদনের তারিখ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের একই বিভাগের মধ্যে আন্তঃউপজেলা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুসারে চলমান থাকবে।

ক. ৩০/৩/২০২৪ হতে ০১/৪/২০২৪ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন।

খ. ০২/৪/২০২৪ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্নকরণ সম্পন্ন করবেন।

গ. ০৩/৪/২০২৪ হতে ০৪/৪/২০২৪ তারিখ পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করবেন।

ঘ. ০৫/৪/২০২৪ হতে ০৭/৪/২০২৪ তারিখ পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ।

ঙ. ০৮/৪/২০২৪ হতে ১৪/৪/২০২৪ তারিখ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ করবেন।

চ. ১৫/৪/২০২৪ হতে ১৭/৪/২০২৪ তারিখ পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ।

একই উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষক বদলি আবেদনের শর্ত

প্রাথমিকের সহকারি শিক্ষক বদলি আবেদনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নীতিমালা অনুসরণ করা হবে। এবারের অনলাইন বদলি আবেদনের ক্ষেত্রে তিনটি শর্ত দেয়া হয়েছে।

ক. শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

৩০ মার্চ থেকে শুরু হতে হওয়া প্রাথমিক শিক্ষদের অনলাইন বদলি আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

প্রাথমিক শিক্ষদের অনলাইন বদলি আবেদন

২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলির আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি আবেদনের সবশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন।

তথ্যটি সকলকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Primary and Mass Education Ministry Notice (mopme.gov.bd)

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

“প্রাথমিক শিক্ষক বদলির আবেদন ৩০ মার্চ-১ এপ্রিল ২০২৪”-এ 10-টি মন্তব্য

  1. আমার স্থায়ী ঠিকানা সিলেট সিটি করপোরেশন এর ২০ নং ওয়ার্ডে।আমার স্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। ১২ বছর চাকরি হয়েছে। এখন আমি কিভাবে সিলেটে আমার স্থায়ী ঠিকানায় বদলি করবো? ০১৭১৩৮১১৯৩৪

    জবাব
  2. আমি গাজীপুর প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।আমার স্ত্রী কুমিল্লা সহকারী শিক্ষক ১১বছর। গাজীপুর সিটি করপোরেশনে আবেদন করতে পারবে?

    জবাব
  3. আমি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের উপজেলার শিক্ষা অফিসার ওনার আইডি লগ ইন করতে না পারায় আমরা যারা আন্তঃবিভাগ বদলীর জন্য আবেদন করেছি তাদের কারোরি আবেদন এপ্রুভ করতে পারে নি।এখন আমাদের কি হবে।

    জবাব

মন্তব্য করুন