রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম জানুন
রোল নাম্বার দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ (জিপিএ গ্রেড পয়েন্ট সহ) দেখার নিয়ম জানুন।
আলিম ও এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বুধবার বেলা ১১:৩০ মিনিটে প্রকাশ করা হয়েছে। রেজাল্ট প্রকাশের পর অনলাইন, মোবাইল এসএমএস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট সংগ্রহ করা যাচ্ছে।
এবারে সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষার পাশের হার ৮৬ শতাংশের কিছু বেশি। জিপিএ ফাইভ (এ+) পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার জন।
আলিম-এইচএসসি রেজাল্ট ২০২২: শুধু পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন
এক নজরে...
দেশের সব সাধারণ ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি-আলিম পরীক্ষার রেজাল্ট একসাথে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশমাত্রই পরীক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা রেজাল্ট জানতে উদগ্রীব হয়ে উঠেন।
অনেক সময় পরীক্ষার্থীর আত্মীয়-স্বজনেরা পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার না জানার কারণে রেজাল্ট জানতে পারেন না। তবে রেজিস্ট্রেশন নাম্বার না জানলেও, শুধু মাত্র পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে খুব সহজে রেজাল্ট জানা যায়।
এই প্রতিবেদনে, কীভাবে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে পরীক্ষার্থীর এইচএসসি-আলিম পরীক্ষার রেজাল্ট জানা যাবে, তার সচিত্র বর্ণনা দেওয়া হবে।
২০২২ সালের এইচএসসি-আলিম রেজাল্ট প্রকাশমাত্রই নিচের পদ্ধতি অনুসরণ করে, সহজে অনলাইন থেকে কাঙ্খিত পরীক্ষার্থীর রেজাল্ট পেতে পারেন।
আরো জানুন:
HSC-Alim 2022 Result Date: এইচএসসি-আলিম রেজাল্ট প্রকাশের তারিখ
মার্কশীট (নাম্বার) সহ এইচএসসি-আলিম রেজাল্ট ২০২২ দেখুন (সকল বোর্ড)
BTEB Result 2022: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma
রোল নাম্বার দিয়ে ২০২২ সালের এইচএসসি-আলিম রেজাল্ট জিপিএ গ্রেড পয়েন্ট সহ দেখার নিয়ম
শুধু রোল নাম্বার দিয়ে এইচএসসি-আলিম সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে দুই পদ্ধতিতে। মোবাইল এসএমএস ও অনলাইনে-এই দুই পদ্ধতিতে রেজাস্ট্রেশন নাম্বার ছাড়াও পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যায়।
দেশের মধ্যে মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানা যবে। তবে দেশ-বিদেশের যে কোন জায়গা থেকে এইচএসসি-আলিম রেজাল্ট শুধু রোল নাম্বার দিয়ে অনলাইনে পাওয়া যাবে। দেশের মধ্যে থেকে মোবাইল মেসেজে রেজাল্ট জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
রোল নাম্বার দিয়ে ২০২২ সালের আলিম-এইচএসসি সমান রেজাল্ট জানতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
রেজাল্ট দেখতে প্রথমে দেশের শিক্ষা বোর্ডগুলোর অনলাইনে রেজাল্ট সরবরাহকারী আর্কাইভ ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটের ঠিকানা: https://eboardresults.com/v2/home
উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতা দেখতে পাবেন।
শুধু রোল নাম্বার দিয়ে ২০২২ সালের প্রকাশিত আলিম ও এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম
উপরের ছবির মত বোর্ড রেজাল্ট রেজাল্ট সার্চ পাতায় পরীক্ষার্থীর নিচের তথ্যগুলো সিলেক্ট করে ও লিখে পূরণ করুন।
Examination: প্রথমত পরীক্ষার নাম নির্বাচন অংশে HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
Board: পরীক্ষার্থী যে বোর্ডের অধীনে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সে বোর্ডের নাম নির্বাচন করুন।
Year: পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন-2022.
Result Type: শিক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট পেতে, এই অংশ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। এখানে Individual টাইপ নির্বাচন করুন।
Roll: পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। এক্ষেত্রে সঠিক রোল নম্বর লিখতে প্রবেশপত্র দেখুন।
Registration (Optional): পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে। কারণ এটা দেওয়া ঐচ্ছিক। তবে রেজিস্ট্রেশন নাম্বার দিলে, পরীক্ষার্থীর গ্রেড পয়েন্টের পাশাপাশি প্রতিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার জানা যাবে।
Security Key (4 digits): এখানে দেখা ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন।
Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট সহ এইচএসসি/আলিম সমমান রেজাল্ট দেখা যাবে।
সতর্কতা: রেজাল্ট সার্চ ফরমে পরীক্ষার্থীর তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ততার কারণে রেজাল্ট পেতে কিছুটা সমস্যা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে বারবার চেষ্টা করুন।
২০২২ সালের প্রকাশিত আলিম-এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC Result 2022 (All Board): অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২২: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন
Dhaka Board HSC Result 2022: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ০৮/০২/২০২৩ খ্রি. তারিখ ১১:৫৫ অপরাহ্ন।
Md arif