Home » এনটিআরসিএ গ্রন্থাগার শিক্ষক/প্রভাষক নিবন্ধন আবেদন ৩১ মার্চ পর্যন্ত

এনটিআরসিএ গ্রন্থাগার শিক্ষক/প্রভাষক নিবন্ধন আবেদন ৩১ মার্চ পর্যন্ত

এনটিআরসিএ গ্রন্থাগার শিক্ষক নিবন্ধন

এনটিআরসিএ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে শিক্ষক-প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

১৭তম শিক্ষক নিবন্ধন: গ্রন্থাগার প্রভাষক ও সহকারি শিক্ষক পদে আবেদন ৩১ মার্চ ২০২২ খ্রি. পর্যন্ত

এনটিআরসিএ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটে, ২ মার্চ ২০২২ খ্রি. তারিখে গ্রন্থাগার নিবন্ধন (প্রভাষক-শিক্ষক) অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ কর্তৃপক্ষের পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন কমিটির সচিব (যুগ্মসচিব) এবিএম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, গ্রন্থাগার পদের শিক্ষক নিবন্ধনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে গ্রন্থাগার পদে নিবন্ধন (প্রভাষক-শিক্ষক) আবেদন করা যাবে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য যে, বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে গ্রন্থাগারিকদের পদের নতুন নাম ‘গ্রন্থাগার প্রভাষক’ এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যটালগারদের পদের নতুন নাম ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’ করা হয়েছে।

আরো জানুন:

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২২

শিক্ষক নিবন্ধন সিলেবাস (১৭ তম স্কুল-কলেজ): NTRCA Syllabus 2022

NTRCA Recent Notice, News, Circular: এনটিআরসিএ সংবাদ

এনটিআরসিএ গ্রন্থাগার নিবন্ধন (প্রভাষক-শিক্ষক) আবেদনের যোগ্যতা ও সময়সূচি

বরাবরের মত ১৭তম শিক্ষক নিবন্ধনে গ্রন্থাগার (শিক্ষক-প্রভাষক) পদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এনটিআরসিএ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটের ঠিকানায় এই আবেদন করতে হবে।

অনলাইন আবেদনের ঠিকানা: http://ntrca.teletalk.com.bd

১০ মার্চ বিকাল ৪টা থেকে ৩১ মার্চ পর্যন্ত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে শিক্ষক-প্রভাষক পদে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করা যাবে।

গ্রন্থাগার নিবন্ধনের প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদে পৃথক-পৃথক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের বিজ্ঞপ্তি থেকে দুই পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যাবে।

এছাড়া আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি জানতে, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০-এর সম্পূরক বিজ্ঞপ্তি পড়ুন।

১৭ তম এনটিআরসিএ গ্রন্থাগার নিবন্ধন

লক্ষ্য করুন: ১৭ তম  শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০-এর সম্পূরক বিজ্ঞপ্তির ১ম পাতাতে শিক্ষক/প্রভাষক নিবন্ধনের যোগ্যতা উল্লেখ করা হয়েছে।

মোট ৫ পৃষ্ঠার নিবন্ধন বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আবেদন করার আগে নিবন্ধন বিজ্ঞপ্তি ভালোভাবে পড়েন নিন।

১৭তম শিক্ষক নিবন্ধনের মূল বিজ্ঞপ্তি এখান থেকে সংগ্রহ করতে পারবেন।

আরো দেখুন:

এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২২: ৩য় গণবিজ্ঞপ্তির ১৫১৬৩ শূন্যপদে নিয়োগ

শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৬তম)

NTRCA Recent Result Update | MCQ, Written and Final Exam

তথ্যসূত্র-

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

সবশেষ আপডেট: ২০/০৩/২০২২ খ্রি. তারিখ ০৮:৩৮ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 Comments

  1. আখতারুজ্জামান বলেছেন:

    গ্রন্থকার লাইব্রেরীতে যারা এখনো এডমিট পায়নি সার্টিফিকেট পাইনি কিন্তু সামনের 2022 এ পরীক্ষা তারা দরখাস্ত করতে পারবে

    1. বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট করে লেখা আছে।

  2. মনোয়ার হোসেন বলেছেন:

    আসসালামু আলাইকুম
    Library and Information science এর Ntrca এর আওতায় নিবন্ধন পরীক্ষা ১৭ তম নিবন্ধন এর পুর্বে ছিল কী না জানতে চাই। – ধন্যবাদ

    1. আগে ছিলো না। নতুন এমপিও নীতিমালায় পদগুলোকে শিক্ষক পদ মর্যদার করা হয়েছে।