এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download

এসএসসি রুটিন ২০২২: সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা একই রুটিনে অনুষ্ঠিত হবে। SSC Exam Routine 2022 PDF Download (All Board).

বিশেষ ঘোষণা: ২০২২ সালের দিনাজপুর বোর্ডের প্রশ্ন ফাঁস জনিত কারণে স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (সংশোধিত): SSC Routine PDF Download 2022 (All Board)

দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

৩১ জুলাই ২০২২ খ্রি. তারিখ ঢাকা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, এসএসসি পরীক্ষার সময়সূচি সম্বলিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার রুটিন, দেশের সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য হবে।

দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ড যেমন- ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে জন্য এই রুটিন প্রকাশ করা হয়।

এবারে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন সংখ্যা কমিয়ে ২ ঘন্টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্ন সংখ্যা ও মানবণ্টন বিষয়ে বোর্ড থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (সংশোধিত পাঠ্যসূচি)

এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন (মানবন্টন) নির্দেশিকা ২০২২

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড

২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৫/০৯/২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে (ব্যবহারিক বিষয় বাদে) ০১/১০/২০২২ খ্রি. তারিখ শনিবারে।

ব্যবহারিক পরীক্ষা চলবে ১০/১০/২০২২ থেকে ১৫/১০/২০২২ খ্রি.. তারিখ পর্যন্ত।

প্রতিটি পরীক্ষা (তত্ত্বীয়) সকাল ১১ টা হতে শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত।

বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষার রুটিনের ইমেজ কপি নিচে যুক্ত করা হলো। এখান থেকে সকল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি জানা যাবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (সকল বোর্ড)

সকল বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

উপরের ছবিতে পরীক্ষার সময়সূচি নিয়ে কোন প্রকার অস্পষ্টতা দেখা দিলে, বোর্ড রুটিনের মূল কপি সংগ্রহ করুন এখান থেকে

2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের বিশেষ নির্দেশাবলি

ঢাকা বোর্ড প্রকাশিত সকল বোর্ডের এসএসসির রুটিনে পরীক্ষার্থী, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১৪টি নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলো সকলকে মেনে চলার বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে ।

৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।

৫.  সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

সংশ্নিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১.কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ (HSC Riutine PDF 2022)

দাখিল পরীক্ষার রুটিন ২০২২: Dakhil Routine 2022 PDF Download

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

“এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download”-এ 31-টি মন্তব্য

  1. Mohammad Atikur Rahman

    রুটিন তো দেখা যাচ্ছে না

    জবাব
    • রুটির এই প্রতিবেদনে যুক্ত করা আছে। মোবাইল হলে পেজটি রিলোড করে দেখুন। রুটিন ছবি আকারে দেওয়া আছে।

    • Mahira

      না

  2. Imtiaz hasan

    স্যার অনিচ্ছাকৃত কারনে যারা রেজিষ্ট্রেশন করতে পারেনি তারা কি বিলম্ব ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে না.?? যদি বিলম্ব ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারে তা হলে কবে থেকে বিলম্ব ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে.?

    জবাব
    • দাখিলের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এতে করে আশা করা যাচ্ছে এসএসসির ফরম ফিলাপের সময় বাড়তে পারে। অপেক্ষা করুন।

    • আশিক

      রুটিন ত দেখা জাই ♘

    • মোবাইলের ধীরগতির কারণে রুটিনের ছবি লোড না হলে প্রতিবেদনে দেওয়া লিংক থেকে এর মূল পিডিএফ কপি ডাউনলোড করুন।

  3. MD Mahamud

    এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রাশ্ন কি সকলের একয় হবে ? না কি চারটা ভাগে ভাগ হবে যেমন : ক ভিবাগ খ ভিবাগ গ ভিবাগ ঘ বিভাগ এই রকম হবে। দয়া করে যানাবেন ।

    জবাব
    • প্রশ্ন সকলের জন্য একই হবে।

  4. Suraj Dhar

    আমাদের বহুনির্বাচনি ও সৃজনশীলে কত করে পেতে হবে।
    দয়া করে জানাবেন

    জবাব
    • আগের নিয়মে ৩৩% মার্কস।

    • Suraj Dhar

      কিছু বিষয়ে ৫৫নম্বার আছে এগুলোর মধ্যে বহুনির্বাচনি ও সৃজনশীলে কত পেতে হবে।
      দয়া করে সঠিক উওরটি যানাবেন

    • আগের নিয়মে ৩৩%। এবার হিসাবটা কষে নিন।

    • হাসিব

      ২০

    • Md Kamrul Islam

      পরিক্ষা শুরু হবে কবে?

    • এখনো নতুন রুটিন প্রকাশ করা হয় নি।

  5. Md Emon Miah

    স্যার দয়া করে সর্ব শেষ প্রকাশিত শর্ট সিলেবাস টির লিংক দিলে, উপকৃত হব

    জবাব
  6. Masud

    কিভাবে ফলাফলের পুনঃনিরিক্ষার জন্য আবেদন করব

    জবাব
    • এখনো ২০২২ সালের এসএসসি পরীক্ষা হয়নি। রেজাল্ট হওয়ার পর প্রয়োজনে এসব প্রক্রিয়া অবলম্বন করা যাবে।

  7. Shihab

    স্যার,
    এবার সকল শিক্ষার্থীদের একই মন্তব্য ৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হতো।

    জবাব
  8. Md Ikramujjaman Bhuiyan

    স্যার,
    এবার সকল শিক্ষার্থীদের একই মন্তব্য ৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হতো।,,,,
    আর আমরা পরবর্তী নতুন রুটিন কখন পাবো

    জবাব
    • ঈদের পর প্রকাশ হতে পারে।

  9. Shuvo

    এসএসসি পরিক্ষা আবার কবে হবে

    জবাব
  10. Sumon

    Mcq কি সেট আকারে আসবে?

    জবাব
    • আগের নিয়মে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

  11. সুরাইয়া

    আমাদের সবার,
    ৩টি বিষয় পরীক্ষা নেওয়া হোক,

    জবাব
  12. Rimon

    এস‌এসসি পরীক্ষা কবে

    জবাব
    • এসএসসির রুটিন দেখুন।

  13. তন্নী শীল

    MCQ কি আলাদা আলাদা করে এক এক জনকে দিবে?

    জবাব
  14. MD razu Islam

    2022 সালের SSC কৃষি ব্যাবহারিক পরীক্ষার
    কোন তারিখে হবে?

    জবাব
    • রুটিনে ব্যবহারিক পরীক্ষার সময়কাল দেওয়া আছে। আপনি সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পরীক্ষার সময়সূচি জানতে পারবেন।

মন্তব্য করুন