কারিগরি এমপিও 2022: শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের চেক ছাড়

কারিগরি শিক্ষক এমপিও 2022: এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করার নিশ্চিত খবর পাওয়া গেছে।

স্কুল-কলেজ ও মাদ্রাসা এপ্রিল মাসের বেতন-ভাতা ঈদের আগে ছাড় করা হলেও, কারিগরির এপ্রিলের বেতন ঈদের পর ছাড় করা হলো।

তবে স্কুল-কলেজে ও মাদ্রাসার শিক্ষকগণ ঈদের আগে এপ্রিল মাসের বেতন-ভাতা ব্যাংকে থেকে তুলতে পারেন নি। কারণ ঈদের ছুটি জনিত কারণে ব্যাংক বন্ধ থাকায় শিক্ষকরা বেতন-ভাতা পাননি।

আরো জানুন:

এমপিও মাদ্রাসার এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়

April MPO 2022: এমপিও শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের চেক ছাড়

ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

কারিগরি শিক্ষক এমপিও 2022: এপ্রিল মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

৯ মার্চ ২০২২ খ্রি. তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, এপ্রিল মাসের বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, এপ্রিল মাসের বেতন ও সংশ্লিষ্ট মাসের নতুন এমপিও শিট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১২/০৫/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে এপ্রিলের স্মারক নং উল্লেখ করা আছে। আর নিচের অনুচ্ছেদ থেকে এমপিও শিট সংগ্রহ করুন।

কারিগরি শিক্ষক এপ্রিল এমপিও 2022

Technical Teacher April MPO Sheet 2022: কারিগরির এপ্রিলের এমপিও শিট ২০২২

কারিগরির এপ্রিলের এমপিও শিট নিচের লিংক থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। অধিদপ্তরে প্রকাশিত নিচের লিংক থেকে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত এমপিও শিটের কপি সংগ্রহ করুন।

উপরের লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে ব্যাংকের নাম ভিত্তিক এপ্রিলের এমপিও শিটের কয়েকটি ফোল্ডার দেখা যাবে। এখান থেকে এমপিও শিট সংগ্রহ করা যাবে।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

“কারিগরি এমপিও 2022: শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের চেক ছাড়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন