এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের এমপিও ও বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড়ের খবর।
MPO November 2021: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির নভেম্বর মাসের এমপিও ও চেক ছাড়ের খবর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নভেম্বরের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড় শুরু হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের স্কুল-কলেজের নভেম্বরের বেতনের চেক, ২ ডিসেম্বর তারিখে অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের খবর পাওয়া গেছে।
এর আগে ২৯ নভেম্বর তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের এমপিও ও বেতনের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সবশেষ ৭ ডিসেম্বর. কারিগরি প্রতিষ্ঠানের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। বিজ্ঞপ্তি দেখুন নিচের অনুচ্ছেদে।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি
এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড় করেছে।
মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে ২৯ নভেম্বর তারিখে চেক ছাড়ের নোটিশ প্রকাশ ও এমপিও কপি আপলোড করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, নভেম্বরের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৫/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে মাদ্রাসার নভেম্বরের চেক ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে তা সংগ্রহ করুন।
আরো পড়ুন:
মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখবেন কীভাবে?
Madrasah November MPO Sheet 2021: মাদ্রাসা নভেম্বর এমপিও শিট
নিচের লিংক থেকে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1vMnp50PF6zGztVOOGRBnDVy9XzuDyjAT?usp=sharing
স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।
২ ডিসেম্বর তারিখে শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৮/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
নভেম্বর মাসের বেতন-ভাতার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৯৬৮৪/৪, তারিখ: ০২/১২/২০২১।
School-College November MPO Sheet 2021: স্কুল-কলেজ নভেম্বর এমপিও শিট ২০২১
স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও শিট নিচের লিংক থেকে সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1gmr0zdpfaj-jTf4mysNbXJ2DzWjM0yy4?usp=sharing
কারিগরি নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও ও বেতনের চেক ছাড় করা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে ৭ ডিসেম্বর তারিখে, নভেম্বরের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
কারিগরি বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক হতে উত্তোলন করা যাবে ১২/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
Technical November MPO Sheet 2021: কারিগরি নভেম্বর এমপিও শিট ২০২১
নিচের লিংক থেকে কারিগরির নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/2428_File_November_2021.html
স্কুল-কলেজ ও কারিগরির নভেম্বরের এমপিও শিট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
Non-Govt. Teacher MPO | Monthly Pay Order News Update
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ০৭/১২/২০২১ খ্রি. তারিখ ০৯:২৮ অপরাহ্ন।