এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের এমপিও ও বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড়করণ শেষ হয়েছে।

ইতোমধ্যে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির নভেম্বর মাসের চেক ছাড়ের খবর জানা গেছে। এমপিও শিক্ষকদের বেতনের তথ্য জানতে প্রতিবেদনটি পড়ুন।

MPO November 2023: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি নভেম্বর মাসের এমপিও ও চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নভেম্বরের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে।

৩০ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের এমপিও ও বেতনের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

একই দিন-তারিখে, স্কুল কলেজের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক ৪ ডিসেম্বর তারিখে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে

আরো জানুন:

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড় করেছে।

মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে ৩০ নভেম্বর তারিখে চেক ছাড়ের নোটিশ প্রকাশ ও এমপিও কপি আপলোড করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, নভেম্বরের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৪/১২/২০২২ খ্রি. তারিখের পর হতে

মাদ্রাসার নভেম্বর মাসের বেতনের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৭৫ তারিখ ৩০/১১/২০২৩ খ্রি.

মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও নোটিশ ২০২৩

আরো পড়ুন:

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

Madrasah November MPO Sheet 2023: নভেম্বর এমপিও শিট ২০২৩

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও শীটের কপি নিচের লিংক থেকে ডাউনলোড করা যবে।

স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

৩০ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে স্কুল-কলেজের নভেম্বরের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও নোটিশ ২০২৩

স্কুল-কলেজ এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৪৫১১/৪ তারিখ : ৩০/১১/২০২৩।

স্কুল-কলেজের শিক্ষকদের নভেম্বর মাসের এমপিও শিটের কপি emis.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া নিচের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1XQGin7hUn3zaYm7DpwSg30DSrsh0YYB4?usp=sharing

কারিগরির নভেম্বর মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ৪ ডিসেম্বর তারিখে হস্তান্তর করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এমপিও স্মারক নং নিচের নোটিশে আছে। প্রয়োজনে লিখে রাখুন।

কারিগরি নভেম্বর এমপিও নোটিশ ২০২৩

নিচের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

স্কুল-কলেজ ও কারিগরির নভেম্বরের এমপিও শিট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন