Home » রেজাল্ট » এইচএসসি নাম্বার সহ মার্কশিট রেজাল্ট ২০২৩ (hsc result marksheet)

এইচএসসি নাম্বার সহ মার্কশিট রেজাল্ট ২০২৩ (hsc result marksheet)

এইচএসসি-আলিম রেজাল্ট ২০২৩ (নাম্বার মার্কশীট সহ)

এইচএসসি নাম্বার সহ মার্কশিট ২০২৩ (hsc result with marksheet 2023): সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট মার্কশীট (নাম্বার) সহ দেখুন eboardresults.com ওয়েবসাইটে।

ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, মাদরাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট এখানে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এইচএসসি সমমান রেজাল্ট ২৬ নভেম্বর তারিখে প্রকাশ করা হবে। এদিন বেলা ১১ টার পর থেকে অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

এইচএসসি নাম্বার সহ মার্কশিট ২০২৩ রেজাল্ট দেখুন (hsc result with marksheet 2023 )

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা পাশের রেজাল্ট, মোবাইল এসএমএস সহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে সহজে পাওয়া যায়।

দেশের শিক্ষা বোর্ডগুলো সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সাথে, অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে বোর্ডের রেজাল্ট সরবরাহ করে।

প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, এডুকেশন বোর্ড বাংলাদেশ ও  eboardresults.com নামক রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে প্রকাশিত রেজাল্ট সরবরাহ করা হয়।

২০২৩ সালের এইচএসসি-আলিম সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর হতে, অনলাইন থেকে খুব সহজে রেজাল্ট জানা যাবে।

পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্টের গ্রেড পয়েন্ট থেকে শুরু করে, প্রতিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার সহ মার্কশীট অনলাইনে সংগ্রহ করা যাবে।

WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS-ওয়েবসাইটে, দেশের সকল পাবলিক পরীক্ষার প্রকাশিত রেজাল্ট সংরক্ষিত থাকে। শুধু তাই নয় এখানে ১৯৯৬ সাল হতে বর্তমান সাল পর্যন্ত প্রকাশিত সকল রেজাল্ট সংরক্ষিত আছে।

অন্য সব পরীক্ষার মত বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট (নাম্বার সহ), এই (eboardresults.com) ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এখানে শুধু পরীক্ষার্থীর রোল নম্বর দিয়েও রেজাল্টের গ্রেড পয়েন্ট জানা যায়। তবে রোল নম্বরের পাশাপাশি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিলে, প্রতিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার (মার্কশীট) পাওয়া যায়।

আরো জানুন:

HSC-Alim 2023 Result: এইচএসসি-আলিম রেজাল্ট দেখার নিয়ম

SMS Format HSC 2023 Result: মোবাইল মেসেজে এইচএসসি রেজাল্ট দেখুন

সকল বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট মার্কশীট সহ দেখার উপায় জানতে নিচের অনুচ্ছেদগুলো পড়ুন।

মার্কশিট (নাম্বার) সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

২০২৩ সালের এইচএসসি সমমান রেজাল্ট জানতে প্রথমে মোবাইল/কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেসবারে নিচের ঠিকানাটি লিখুন।

https://eboardresults.com/v2/home

উপরের ঠিকানাটি লিখতে সমস্যা হলে, ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত একটি রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

মার্কশীট সহ এইচএসসি-আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩

আশা করি উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ব্রাউজারে দেখতে পাচ্ছেন। এবার তীর নির্দেশীত প্রতিটি সিলেক্ট বক্স ও টেক্সটবক্সে প্রয়োজনীয় তথ্য দিন।

আরো পড়ুন:

HSC Result 2023 (All Board): অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম জানুন

২০২৩ সালে প্রকাশিত এইচএসসি রেজাল্ট দেখার নির্দেশনা

উপরের ছবির মত বোর্ডের রেজাল্ট সার্চ পাতায় নিচের প্রয়োজনীয় তথ্যগুলো দিন।

Examination: প্রথমত পরীক্ষার নাম নির্বাচন অংশে HSC/Alim/Equivalent নির্বাচন করুন।

Year: এখানে পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন: 2023।

Board: পরীক্ষার্থী যে বোর্ডের অধীনে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সে বোর্ডের নাম নির্বাচন করুন। এখানে সাধারণ বোর্ডের এইচএসসি হলে, শিক্ষার্থীর নিজের বোর্ড সিলেক্ট করুন। আর মাদ্রাসা বোর্ডের আলিম হলে মাদ্রাসা বোর্ড।

Result Type: শিক্ষার্থীর মার্কশীট সহ নিজ রেজাল্ট পেতে, এই অংশ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ।

এখানে Individual টাইপ নির্বাচন করুন। এটা নির্বাচন করা না হলে, পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার নতুন টেক্সটবক্স খুলবে না।

Roll: পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। এক্ষেত্রে সঠিক রোল নম্বর লিখতে প্রবেশপত্র দেখুন।

Registration (Optional): পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এর অপশনটি অপশনাল হলেও, নাম্বার সহ রেজাল্ট দেখতে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ।

এখানে রেজিস্ট্রেশন নম্বর না লিখলে, মার্কশীট সহ রেজাল্ট দেখা যাবে না। তাই সতর্কতার সাথে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

তবে যেখানে রেজিষ্ট্রেশন নাম্বার জানা নেই, সেখানে কেবলমাত্র রোল নম্বর দিলেই পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট সহ রেজাল্ট দেখা যাবে।

Security Key (4 digits): এই অপশনটি ক্যাপচা নামে পরিচিত। এখানে চার ইংরেজী সংখ্যা দেখা যাবে।

এই ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর আসবে। তাই ক্যাপচা অক্ষর লিখার বিষয়ে সতর্ক হোন।

Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর নম্বর সহ এইচএসসি/আলিম সমমান রেজাল্ট দেখা যাবে।

সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন দেশের ইন্টারনেট মাধ্যম ব্যস্ততার কারণে, রেজাল্ট পেতে কিছু সমস্যা হতে পারে। এক্ষেত্রে ধৈর্য না হারিয়ে বারবার চেষ্ট করুন।

মোবাইলে (SMS) এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম (মার্কশিট)

মোবাইল ফোনে মেসেজ দিয়ে মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে এসএমএস (SMS) লিখতে হবে।

HSC<space>1st 3 letters of Board<space>Roll Number<space>Year send to 16222.

উদাহরণ: HSC<>Dha<>123456<>2023 & SEND TO 16222.

HSC Dha 123456 2023 send to 16222.

উপরের উদাহরণে ঢাকা বোর্ডের কল্পিত একজন পরীক্ষার্থীর মেসেজ ফরম্যাট দেখানো হয়েছে। শিক্ষার্থীর নিজের রোল নম্বর প্রবেশপত্র দেখে লিখতে হবে। অন্য বোর্ডের শিক্ষার্থী হলে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে।

নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দেওয়া হলো-

Dhaka – Dha, Barishal – Bar, Chittagong – Chi, Comilla- Com, Jessore- Jes, Rajshahi – Raj, Sylhet- Syl, Dinajpur – Din, Mymensingh – Mym, Madrasah – Mad, Technical-Tec.

২০২৩ সালের এইচএসসি রেজাল্ট (hsc result with marksheet 2023) পেতে অসুবিধা হলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি রেজাল্ট ২০২৩: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন

Dhaka Board HSC Result 2023: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩

BTEB Result 2023: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma

তথ্যসূত্র-

Education Board Bangladesh.

সবশেষ আপডেট: ২৫/১১/২০২৩ খ্রি. তারিখ ১০:৫০ পূর্বাহ্ন।

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।