মার্কশিট নাম্বার সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪
এসএসসি দাখিল সমমান পরীক্ষার মার্কশিট (নাম্বার) সহ রেজাল্ট দেখতে educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্রাউজ করুন।
এখানে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নম্বরপত্র সহ এসএসসি-দাখিলের (SSC-Dakhil Result 2024) ফলাফল পাওয়া যাবে।
মার্কশিট নাম্বার সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ (SSC Mark sheet 2024)
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল সমমান পরীক্ষার মার্কশিট (নাম্বার) সহ রেজাল্ট, অনলাইনে educationboardresults.gov.bd ওয়েবসাইট হতে দেখা যাবে।
অনলাইনে এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট দেখার অনেক পদ্ধতি থাকলেও, educationboardresults.gov.bd ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ের রেজাল্ট নাম্বার সহ দেখা ও ডাউনলোড করা যায়।
শুধু তাই নয়, এখানে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সহ সংশ্লিষ্ট কেন্দ্র, জেলা ও বোর্ডের রেজাল্ট দেখা ও বিশ্লেষণ করা যায়।
সহজে একজন পরীক্ষার্থীর এসএসসি-দাখিল সমমানের ব্যক্তিগত রেজাল্ট কিভাবে পাওয়া যাবে, এই প্রতিবেদনে তার সচিত্র বর্ণনা দেওয়া হবে।
এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করলে, সহজে একজন পরীক্ষার্থী তার ব্যক্তিগত রেজাল্ট (প্রতিটি বিষয়ের নাম্বার সহ) দেখে নিতে পারবে।
আরো জানুন:
এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ (সকল বোর্ড)
ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ (Dhaka Board SSC Result 2024)
মার্কশিট নাম্বার সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
দেশের যে কোন সাধারণ শিক্ষা বোর্ড বা মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে, নিচের ওয়েবসাইট ঠিকানাটি ব্রাউজ করুন।
https://eboardresults.com/v2/home
উপরের ঠিকানাটি হলো, WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS এর। এখানে সকল বোর্ডের সব পাবলিক পরীক্ষার রেজাল্ট সংরক্ষিত থাকে।
আশা করি উপরের ঠিকানাটি ব্রাউজ করে, নিচের পাতার মত রেজাল্ট সার্চ ফরমটি দেখতে পাচ্ছেন।
উপরের ছবির মত eboardresults.com এর রেজাল্ট সার্চ পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষা নাম, সাল, বোর্ড, রেজাল্ট টাইপ নির্বাচন করার এবং পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখার টেক্স বক্স আছে।
এই রেজাল্ট সার্চ পাতাতে এক শিক্ষার্থীর ব্যক্তিগত পরীক্ষার তথ্য দিয়ে সার্চ করলে, নাম্বার সহ (মার্কশিট সহ) রেজাল্ট ডাউনলোড করা যাবে। যেমন-
Examination: প্রথমত পরীক্ষার নাম নির্বাচন অংশে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।
Year: পরীক্ষার বছর হিসাবে 2024 নির্বাচন করুন।
Board: পরীক্ষার্থী যে বোর্ডের অধীনে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সে বোর্ডের নাম নির্বাচন করুন।
Result Type: শিক্ষার্থীর মার্কশিট সহ নিজ রেজাল্ট পেতে, এই অংশ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। এখানে Individual টাইপ নির্বাচন করুন।
এটা নির্বাচন করা না হলে, পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার টেক্স বক্স আসবে না।
Roll: পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। এক্ষেত্রে সঠিক রোল নম্বর লিখতে প্রবেশপত্র দেখুন।
Registration: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এর অপশনটিতে ইংরেজী সংখ্যায় রেজি নাম্বার লিখুন।
Security Key (4 digits): এই অপশনটি ক্যাপচা নামে পরিচিত। এখানে চার ইংরেজী সংখ্যা দেথা যাবে।
এই ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর আসবে। তাই ক্যাপচা অক্ষর লিখার বিষয়ে সতর্ক হোন।
Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর নম্বর সহ এসএসসি/দাখিল সমমান রেজাল্ট দেখা যাবে।
আশা করি উপরের সকল নির্দেশনা মেনে এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট (মার্কশিট সহ) দেখতে পেয়েছেন।
লক্ষ্যনীয় যে, রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যাস্ত থাকার কারণে, রেজাল্ট দেখতে অসুবিধা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে বারবার চেষ্টা করুন।
২০২৪ সালের মার্কশিট (নাম্বার) সহ এসএসসি দাখিল রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2024: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
SSC-Dakhil Result 2024 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট
তথ্যসূত্র-
এটা কি রেজাল্ট দিলো
এই