এসএসসি ফরম ফিলাপ ২০২২: SSC eFF Form Fill up 2022
এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২২ (SSC eFF Form Fill up 2022): সকল শিক্ষা বোর্ডের এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল-১৬ মে (বর্ধিত) পর্যন্ত। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সূচি সহ ফি এর হার সম্পর্কে জানুন।
সদ্য খবর: এরই মধ্যে ২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সকল বোর্ডের রুটিন সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download
দাখিল পরীক্ষার রুটিন ২০২২: Dakhil Routine 2022 PDF Download
এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২২: All Board SSC eFF Form Fill up 2022
২০২২ সালের দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও ফি এর হার নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ৪ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।
সবশেষ ৮ মে তারিখের এক বিজ্ঞপ্তিতে, এসএসসির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম ফিলাপ করো যাবে ১৬ মে পর্যন্ত।
বোর্ডের এসএসসির ফরম ফিলাপ বিজ্ঞপ্তিতে, অনলাইনে SSC eFF Form Fill up এর সময়সূচি ও শিক্ষার্থী প্রতি খাতওয়ারি ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে।
সকল বোর্ডের এসএসসির ফরম ফিলাপ শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। ফরম পূরণ চলবে ১৬ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। ফরম ফরমফিলাপের ফি পরিশোধ করা যাবে ১৭ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।
আরো জানুন:
এসএসসি-এইচএসসি ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর
এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন (মানবন্টন) নির্দেশিকা ২০২২
এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (সংশোধিত পাঠ্যসূচি)
২০২২ সালের এসএসসি পরীক্ষার অনলাইন eFF ফরম ফিলাপ এর সময়সূচি (বর্ধিত)
প্রতিষ্ঠান প্রধানের কাছে ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের আবেদন, পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ ও অনলাইনে ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা কোর্ড।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ অকৃতকার্য পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে ১০ এপ্রিলের মধ্যে।
বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে ১০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে।
অনলাইনে এসএসসি পরীক্ষার eff ফরম পূরণ করা যাবে ১৩ এপ্রিল থেকে ১৬ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।
অনলাইনে এসএসসির ফরম ফিলাপ এর নির্ধারিত ফি জমা দিতে হবে ১৭ মে ২০২২ খ্রি. তারিখে মধ্যে।
এসএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচির বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন।
লক্ষ্য করুন: সাধারণত সকল বোর্ডের এসএসসি ফরমপূরণ একসাথে শুরু হয়। আপনার নিজ বোর্ডের ফরম পূরণের সময়সূচি জানতে সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইট অথবা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ফি এর হার কত?
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে নিম্নোক্ত হারে ফি পরিশোধ করতে হবে। (সকল বোর্ডের এসএসসি ফরম পূরণের ফি সাধারণত একই হয়। আরো নিশ্চিত হতে নিজ বোর্ডের ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন))।
বিজ্ঞান বিভাগের এসএসসি নিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য কেন্দ্র ফি ও চতুর্থ বিষয় সহ সর্বমোট ১৬১৫/= টাকা পরিশোধ করতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের ফরমপূরণ, কেন্দ্র ফি ও চতুর্থ বিষয় সহ ১৪৯৫/= টাকা পরিশোধ করতে হবে।
অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আরো ১০০/= টাকা অতিরিক্ত দিতে হবে।
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপ এর খাতওয়ারি ফি এর হার সম্পর্কে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
এসএসসি ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২: SSC eFF Form Fill-up Notice 2022
ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরমপূরণ করতে পারবে তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া অনলাইনে eff ফরম ফিলাপ ও পরীক্ষার ফি পরিশোধের পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের যুক্ত বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ুন।
2022 সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি
দাখিল ফরম ফিলাপ ২০২২: Dakhil eFF Form Fill-up 2022
মাদ্রাসা জেডিসি রেজিস্ট্রেশন ২০২২: JDC eSIF Registration 2022
তথ্যসূত্র-
শিক্ষাপ্রতিষ্ঠান যদি টাকা বেশি নেই তাহলে আমরা কী করব।কোনো হটলাইন নাম্বার দিয়েছে কী শিক্ষাবোর্ড।হটলাইন নাম্বার দিলে দয়া করে জানাবেন।
স্থানীয় প্রশাসনকে আপনার অভিযোগ জানাতে পারেন।
জনাব,জনাবা
আমরা পার্বত্য জেলা খাগড়াছড়ি বসবসা করি।এখানকার প্রাই সকল বিদ্যালয়ে প্ররম ফিলাব নিয়ে দুর্নীতি হয়।এখানে প্রতিবাদ করার মতো কোন মানুষ খুঁজে পাওয়া যায় না।বর্তমানে কমার্স এবং আর্টস আসছে ১৪৯৫টাকা ধার্য করা হয়েছে কিন্তু আমাদের এখানে তিন হাজার থেকে তিন হাজার 500টাকা নেওয়া হচ্ছে।
আপনার এলাকার জনপ্রতিনিধি অথবা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাতে পারেন। তার একটা ব্যবস্থা করে দিতে পারবেন।
3500newar karon ke
রাজধানীর হাজী আলি হোসেন হাই স্কুল। মিরপুর ১৩ রোড ঃ০৪। বিদ্যালয়টিতে ফরম ফিলাপের টাকা সাইন্স গ্রুপ থেকে ৪০০০ টাকা,ও কমার্স গ্রুপ থেকে ৩৯০০ টাকা নিচ্ছে । এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তিনি নানা অজুহাত দেখান। এতে আমাদের মা-বাবা চিন্তার মধ্যে পরেন। এত টাকা আমাদের পক্ষে দেওয়া কোনো ভাবে সম্ভব না।আমারা সবাই মধ্যবিও ফ্যামিলির সন্তান।
স্থানীয় প্রশাসনে এ বিষয়ে অভিযোগ করতে পারেন। ধন্যবাদ।
জনাব নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয় এর অধীনস্থ ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়ে sscপরীক্ষার ফরম ফিলাআপ ফি ৪০০০টাকা র্ধায করেছেন এবং তা ১৮/৪/২০২২ এর মধ্যে দিতে বলা হয়েছে।
এর জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।
যথাযথ কর্তৃপক্ষ আপনার আবেদনটি বিবেচনা করবেন বলে আমরা আশা করছি।
রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ এস.এস.সি পরিক্ষা 2022 এর ফরম ফিলাপ এর জন্য 6500 টাকা নিচ্ছে।
যখন শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে কথা বলতে যায় তখন তাদের বলা হয়। যদি কোন প্রকার অভিযোগ আমার বিদ্যালয়ের নামে আসে এ ব্যাপারে তাহলে তার অনেক বড় কৈফিয়ত দিতে হবে।
এখন আমার প্রশ্ন হচ্চে তার কথায় মনে হচ্চে সরকার সরকারের কাজ করে বিদ্যালয়ের মালিক তার কাজ করে। মনে হচ্ছে মালিক কর্তৃৃপক্ষ নিজেই সর কার।
এখন এর কি কোন ব্যবস্থা নেয়া যায় না
।
স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। তারা এবিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।
চৌদ্দগ্রাম উপজেলায় কনকাপৈত ইউনিয়নের মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ে ssc পরীক্ষার ফরম ফিলাআপ ফি 4000 টাকা ধার্য করা হয়েছে।
এই ব্যাপার এ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আশা করি, এই ব্যাপারে আপনারা যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন।
আশা করি কর্তপক্ষ বিষয়টি নজরে নিবেন।
১৬/৪/২০২২
জনাব,জনাবা
আমরা ঢাকা আশুলিয়া বাইপাইল ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় বসোবাস করি।আমরা টাংগাইল গ্লোরিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এ পড়াশুনা করি এখানে সীমাহীন দুর্নীতি করা হয় ।এখানে প্রতিবাদ করার মতো কোন মানুষ নাই।বর্তমানে বিজ্ঞান বিভাগে এসএসসি এর জন্য ১৬১৫টাকা ধার্য করা হয়েছে কিন্তু আমাদের এখানে ১৩০০০হাজা টাকা নেওয়া হচ্ছে।কিন্তু যা অভিভাবক এর পক্ষে সম্ভব নয়, অতএব জনাব বিষয়টি আপনাদের আমোলে নেওয়ার জন্য একান্ত ভাবে অনুরোধ করছি।।
স্থানীয় প্রশাসনে অভিযোগ করতে পারেন। তারা বিষয়টি দেখবেন আমা করি।
১ বিষয় ফরম ফিলাপ কত টাকা
আমি এখনো ফরম ফিলাপ করি নাই সে জন্য আমি এখন কি করতে পারি। ফরম ফিলাপের মেয়াদ কি আর বারানো হবে।
দেখা যাক, আগামী দু’য়েক দিনের মধ্যে বোর্ড কোন সিদ্ধান্ত নেয় কি না।
আমি ফরমপিলাপ করতে পারি নাই। এখন আমরা কি করবো।ফরমপিলাপ এর মেয়াদ বাড়ানো হবে কি।আমার মত অনেক ছাএ ফরমপিলাপ করতে পারে নাই। আমরা চাই ফরমপিলাপ এর মেয়াদ বাড়ানো হোক।কর্তৃপক্ষ কাছে আমাদের ছাএদের পক্ষ থেকে অনুরোধ জানাই।
এসএসসি ফরম ফিলাপের সময় বাড়ানো হয়েছে। এই প্রতিবেদনে বর্ধিত সময়ের বিজ্ঞপ্তি যুক্ত করা আছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
আমি ফরমপিলাপ করতে পারি নাই। কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হবে কি। আমার মত অনেক ছাএ কারিগরি ফরমপিলাপ করতে পারে নাই।আমরা চাই কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হোক। আমরা ছাএদের পক্ষ থেকে কর্তৃপক্ষ কাছে অনুরোধ জানাই
এসএসসি ফরমপূরণের সময় বাড়ানো হয়েছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হয়নি। জেনারেল এর ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হয়েছে। আমার মত অনেক ছাএ কারিগরি করতে পারে নাই। আমরা চাই কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হোক। আমি বিদ্যালয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম স্যার বলেছেন কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হয়নি। জেনারেল এর মেয়াদ বাড়ানো হয়েছে। এখন আমরা কি করবো।কারিগরি মেয়াদ বাড়ানো হবে না কি।
কারিগরি ভোকেশনালের ফরম ফিলাপের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানো বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
ফরমপিলাপ এর মেয়াদ বাড়ানো জন্য কর্তৃপক্ষে অনেক ধন্যবাদ জানাই
ধনবাদ।
আমি অসুস্থ কারণে ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম তাই আমি ফরমপূরন করতে পারি নাই এখন ১৬ তারিখের পড়ে আর কোনো সময় বাড়ানো হয়েছে। তা না হলে এখন আমি কি করতে পারি
দ্বিতীয়বার বাড়ানো পরে আর ফরম পূরণের সুযোগ দিবে বলে মনে হয় না। তারপরেও আপনি আপনার বোর্ডে যোগাযোগ করতে পারেন।
আমার বোর্ডে কিভাবে যোগাযোগ করতে পারি
বোর্ডে সরাসরি যোগাযোগ করুন।