জুলাই এমপিও ২০২৩ (July MPO 2023): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।
জুলাই এমপিও ২০২৩: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের চেক ছাড়ের খবর
বরাবরের মত দেশের শিক্ষা অধিদপ্তর সমূহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে।
২ আগস্ট তারিখে স্কুল-কলেজের বেতনের চেক ছাড় করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত খবর পাওয়া গেছে। শিক্ষা অধিদপ্তরে জুলাইয়ের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জুলাই মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। ৮ আগস্ট তারিখে এমপিও সীট প্রকাশ করা হয়েছে।
৮ আগস্ট তারিখে কারিগরি অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের, জুলাইয়ের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।
আরো জানুন:
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা
মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা
July MPO 2023: স্কুল-কলেজ জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
২ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে জুলাই মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ দেখুন। নিচের নোটিশে বেতনের স্বারক নাম্বার উল্লেখ আছে।
স্কুল-কলেজের জুলাই মাসের এমপিও শিটের কপি নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে।
মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর
দেশের এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। ৭ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণ জুলাই মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ১০/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, জুলাই মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট ও বিশেষ সুবিধা প্রণোদনা যুক্ত করা হয়েছে বলে এমপিও নোটিশে জানানো হয়েছে।
এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৫ তারিখ ৭-৮-২০২৩ খ্রিষ্টাব্দ।
Madrasah July MPO Sheet 2023: মাদ্রাসা জুলাই এমপিও শিট ২০২৩
মাদ্রাসার জুলাই মাসের এমপিও শিট ৮ আগস্ট তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।
কারিগরির জুলাই মাসের বেতনের চেক ছাড়
কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
৮ আগস্ট ২০২৩ খ্যি. তারিখে কারিগরির জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়। অধিদপ্তরে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১৩/০৮/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, কারিগরি শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতনের সাথে ৫% বিশেষ সুবিধা প্রণোদনা ও ৫% বার্ষিক ইনক্রিমেন্ট পেয়েছেন।
নিচের যুক্ত নোটিশে এমপিও স্মারক নম্বর আছে। প্রয়োজনে লিখে রাখুন।
২০২৩ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
তথ্যসূত্র-
ধন্যবাদ memis cellcellকে
সকল সহকারী শিক্ষকদের বেতন কোড দশম গ্রেড চাই