ভোকেশনাল ফরম ফিলাপ ২০২২: কারিগরি শিক্ষা বোর্ড এর অধিন স্কুল-মাদ্রাসার এসএসসি-দাখিল ভোকেশনালের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ নোটিশ প্রকাশ করা হয়েছে।
ভোকেশনাল ফরম ফিলাপ ২০২২: এসএসসি-দাখিল ভোকেশনালের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরমপূরণ নোটিশ
কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার অনলাইন ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করেছে।
৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখে কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, ভোকেশনালের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ভোকেশনালের নবম শ্রেণির ফরম পূরণ শুরু হবে ০৫/০৯/২০২২ খ্রি. তারিখ হতে। ফরম পূরণ চলবে ১৭/০৯/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
বিলম্ব ফি দিয়ে ফরমপূরণ করা যাবে ১৮/০৯/২০২২ থেকে ২০/০৯/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। এর আগে অনলাইনে টিসি, পিসি নম্বর এন্ট্রি করতে হবে ২৫/০৮/২০২২ থেকে ২৯/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে।
বোর্ড ও কেন্দ্র ফি বাবদ শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে ১৮৩০/=টাকা। (বিস্তারিত তথ্য নিচের বিজ্ঞপ্তি হতে দেখুন)।
আরো জানুন:
ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন ২০২২ (সংশোধিত)
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)
Technical Board Vocational (SSC-Dakhil Class 9) Form Fill-up 2022
কারিগরি বোর্ডের ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরমপূরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এর জন্য বোর্ড নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
নিচের বিজ্ঞপ্তিতে ফরম পূরণের বিস্তারিত তথ্য দেওয়া আছে। আগে ভালোভাবে পড়ে পরীক্ষার ফরমপূরণ করুন।
২০২২ সালের ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরমফিলাপ সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)
Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস
তথ্যসূত্র:
লাশ তারিখ কত আমি জনতে চাই
ভোকেশনালের নবম শ্রেণির ফরম পূরণ শুরু হবে ০৫/০৯/২০২২ খ্রি. তারিখ হতে। ফরম পূরণ চলবে ১৭/০৯/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
ক্লাস না করলে পরীক্ষা দেওয়া যাবে আর ফরম ফিলাপের সময় শেষ হয়ে গেলে কি করনিয়
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণী সমাপনী পরীক্ষা ২০২২ এর ফরম পূরণের সময় ১৯/০৯ ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
যদি কেউ ফ্রমফিলাপ না করতে পারে যে সময় দিয়েছেন ওই সময়ের মধ্যে তাহলে কি তাদের জন্য কোন ব্যবস্থা আছে পরবর্তীতে করতে পারবে এরকম ব্যবস্থা আছে
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন।
এখন নবম শ্রেণির ফরম ফিলাপ করা যাবে কিনা?
এখন ফরম পিলাপ করা যাবে কি না
নবম শ্রেনীর ফরম পূরণ হয়ে গেছে। এখন কি টিসি হওয়া যাবে?