Home » এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়

জানুয়ারি মাসের এমপিও ২০২৪

January MPO 2024: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও ও বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও ও বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারির বেতনের চেক ৩১ জানুয়ারি তারিখে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মাদ্রাসার শিক্ষক-কর্চারীদের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ, ১ ফেব্রুয়ারি তারিখে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রকাশ করা হয়েছে।

সবশেষ ৪ ফেব্রুযারি তারিখে,স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এটাই প্রথম এমপিও। সাধারণত এক মাস পরপর নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হয়।

এছাড়া ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীগণ নতুন এমপিওতে উচ্চতর গ্রেড, সহকারী অধ্যাপক স্কেল সহ অন্যান্য গ্রেড প্রাপ্তির সুযোগ পান।

আরো জানুন:

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

Teacher MPO News 2024: Monthly Pay Order Notice

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে, অধিদপ্তরের ওয়েবসাইটে জানুয়ারি মাসের এমপিও শিট ও চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৫/০২/২০২৪ খ্রি. তারিখের পর থেকে।

নিচের বিজ্ঞপ্তি থেকে এমপিও স্মারক নং ও নিচের অনুচ্ছেদ থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

মাদ্রাসার জানুয়ারি এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৩১ তারিখ ০১-০২-২০২৪ খ্রিষ্টাব্দ।

নিচের লিংক থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিটের কপি ডাউনলোড করুন।

https://drive.google.com/drive/folders/1bLbp5JrSPyeRqq_V-KoWM-IqdDuTYeJn?usp=sharing

মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও ২০২৪

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের চেক ছাড়ের নিশ্চিত খবর পাওয়া গেছে। ৩১ জানুয়ারি তারিখে কারিগরি শিক্ষা অধিপ্তরের জানুয়ারির চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের লিংক থেকে কারিগরির জানুয়ারি মাসের বেতনের এমপিও শিট সংগ্রহ করুন। এমপিও নোটিশে কারিগরির জানুয়ারি মাসের বেতনের এমপিও স্মারক নাম্বার উল্লেখ করা হয়েছে।

https://dteportal.xyz/notice_dte/images/January_2024.html

কারিগরি চেক ছাড়ের নোটিশ দেখুন।

কারিগরি জানুয়ারি এমপিও ২০২৪

MPO January 2024: স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও প্রকাশ

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর খবর পাওয়া গেছে।

৪ ফেব্রুয়ারি তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানুয়ারি মাসের বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ ৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে, জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।

https://drive.google.com/drive/folders/19tXW1xQYNE3hJvAv_p3YU66SgFie5oz0?usp=sharing

স্কুল-কলেজের জানুয়ারির বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/২৪৩/৪ তারিখ : ০৪/০২/২০২৩।

স্কুল-কলেজের জানুয়ারি মাসের চেক ছাড়ের নোটিশ ২০২৪

২০২৪ সালের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের চেক ছাড়ের আপডেট খবর পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 Comments

  1. মোঃ হাবিবুর রহমান বলেছেন:

    আসসালামু আলাইকুম। আমি অনেক বছর আগে থেকে দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকা পড়ে আসছি। আমার কাছে খুবই উপকারী মনে হয় আমি এ পত্রিকা টির সাফল্য অর্জন কামনা করছি।

    1. মতামতের জন্য ধন্যবাদ।