এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (বোর্ড চ্যালেঞ্জ)

২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২৮ আগস্ট প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখা। এছাড়া রেজাল্ট প্রকাশমাত্রই নিচের প্রতিবেদনের ফলাফলের পিডিএফ কপির ডাউনলোডের লিংক প্রদান করা হবে।

সদ্য সংবাদ: এসএসসি সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২৮ আগস্ট প্রকাশ করা হয়েছে। ফলাফলের পিডিএফ কপি ডাউনলোড করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৩ সালের এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট (বোর্ড চ্যালেঞ্জ)

এসএসসি-দাখিল সমমান পরীক্ষার ফলাফল ২৮ জুলাই ২০২৩ খ্রি. তারিখ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনলাইন ও মোবাইল মেসেজে দেখা যাচ্ছে।

এসএসসির ও দাখিলের কোন পরীক্ষার্থী তার নিজের ফলাফলে সতুষ্ট হতে না পারলে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবেন।

নির্ধারিত পরিমান ফি জমা দিয়ে প্রতি পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করার পর বোর্ড আবেদনকারীর বিষয় ও পত্রের খাতা পুনঃ মূল্যায়ন করে দেখবে।

যদি দেখা যায় পরীক্ষার্থী তার খাতায় বেশী নাম্বার পেয়েছেন তাহলে পরীক্ষার্থীর প্রকাশিত ফলাফল আবারো নতুন করে প্রকাশ করা হবে।

এসএসসি দাখিল সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি প্রতি পত্রে ১২৫/= টাকা।

এসএসসি-দাখিল ও ভোকেশনাল ফলাফল (উত্তরপত্র) পুনঃনিরীক্ষণ তারিখ

বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বেঁধে দেওয়া হয়েছে। সকল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন একই সাথে শুরু হচ্ছে।

সকল বোর্ডের এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের দাখিল ও ভোকেশনাল ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ২৯ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে।

সকল বোর্ডের পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। পুনঃনিরীক্ষণ ফি হিসাবে প্রতি পত্রে দিতে হবে ১২৫/= টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ে ফি ২৫০/= টাকা।

আরো জানুন:

BTEB Result 2023: SSC (Vocational) HSC (Voc-BM)

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ (মার্কশীট নাম্বার সহ)

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নিয়ম ও ফি

২০২৩ সালের এসএসসি-দাখিল সহ কারিগরির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফি এর হার প্রতি পত্রে ১২৫/= (একশত পঁচিশ) টাকা।

কেবলমাত্র টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এই আবেদন করা যাবে। মোবাইলে প্রয়োজনীয় ব্যালেন্স যোগ করে তারপর আবেদন করুন। কারণ আবেদন প্রক্রিয়ার সময় মোবাইলে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধের জন্য ব্যালেন্স থাকতে হবে।

আর যে বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, সে বিষয়গুলোর সাবজেক্ট কোড নম্বর প্রয়োজন হবে। একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।

সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ভিন্ন হবে।

বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের নাম অবশ্যই ইংরেজী অক্ষরে লিখতে হবে।

নিচের বিজ্ঞপ্তি পড়ে কোন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় এই আবেদন করুন। কোন ভুল তথ্য বা ফরম্যাটে আবেদন করলে তা বাতিল হতে পারে।

কেবলমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে-এমন বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

রাজশাহী বোর্ডের এসএসসি উত্তরপত্র পুনঃ মূল্যায়ন বিজ্ঞপ্তি দেখুন।

অন্য সব বোর্ডের আবেদনের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামে প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে।

এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নিয়ম ২০২৩

২০২৩ সালের দাখিল পরীক্ষার বোর্ড চালেঞ্জ আবেদন করা নিয়ম জানুন নিচের যুক্ত মাদ্রাসা বোর্ডের নোটিশ থেকে।

দাখিল পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম নোটিশ ২০২৩

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করার নিয়ম জানুন নিচের যুক্ত নোটিশ থেকে।

কারিগরি বোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নোটিশ ২০২৩

২০২৩ সালের এসএসসি-দাখিল ও কারিগরির সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

SSC Result 2023: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

SSC-Dakhil Result 2023 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ২৮/০৮/২০২৩ খ্রি. তারিখ ১১:৪৫ পূর্বাহ্ন।

“এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (বোর্ড চ্যালেঞ্জ)”-এ 69-টি মন্তব্য

  1. Tanvir Hayder

    RSC MAD 255839 101, 102
    Send 16222

    কিন্তু এখনো পিন নাম্বার আসে নাই।

    জবাব
    • দেখুন কোন ভুল হয়েছে কিনা। বিজ্ঞপ্তির তথ্যমত আবেদন করুন। এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।

    • রিপন

      পিন নাম্বার এখনও আসেনি

    • সঙ্গে সঙ্গে আসার কথা। কিছু সময় অপেক্ষা করুন।

  2. MD Ismail Hosen

    করোনা পর ১২ সেপ্টেম্বরে স্কুল খুলছেন আমি হয়তো ১৫/২৫ দি মতো ক্লাস করার আমি খুব অসুস্থ হয়ে পরি তাই স্কুলের আর জেতে পারি নাই মাননীয় শিক্ষামন্ত্রী একটু বিবেচনা করবেন

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  3. রাহুল ঘোষ

    রবি সিম দ্বারা করলে হবে না

    জবাব
    • না হবে না। কেবলমাত্র টেলিটক সিম দিয়ে এই আবেদন করতে হবে। ধন্যবাদ।

    • RAGBY

      যশোর বোর্ডে বাংলা এবং ইংরেজি
      খাতা চ্যালেঞ্জ করার জন্য সাব্জেক্ট কোড ১০১,১০২,১০৭ ও ১০৮ দিলেও SORRY, SUBJECT CODE (101) NOT ALLOWED এভাবে প্রত্যেক সাব্জেক্ট এর জন্য ম্যাসেজ আসছে। এর প্রতিকার কি?

    • যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না-এমন তথ্য যশোর বোর্ডের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

  4. John Doe

    English er jonno abedon kora jabe ki

    জবাব
  5. John Doe

    Jodi english e A thakto JSC te tobe A+ ashto

    জবাব
  6. juel rana

    পুনঃ নিরক্ষ রেজাল্ট কবে জানতে পারব ২০২১

    জবাব
    • এই প্রতিবেদনে পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পড়ুন। ধন্যবাদ।

  7. juel rana

    কেউ যদি ১ বিষয়ে ফেল করেছে সেকি একাদশ শেনিতে ভর্তি হতে পারবে।

    জবাব
    • ফেল করা শিক্ষার্থী একাদশে ভর্তি হতে পারবে না। ধন্যবাদ।

  8. তানিজুর রহমান

    এসএসসি পরীক্ষায় যারা এক বিষয়ে ফেইল করছে এবং রেজাল্ট পূনঃনিরীক্ষনের জন্য আবেদন করছে তারাও কি ১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবে?

    জবাব
    • রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর রেজাল্ট পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবারো আবেদন নেওয়া হবে। ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।

  9. sadman susmita

    ভোকেশনাল এর পুনঃনিরিখন ফলাফল দেখতে পাচ্ছি ব্না কেন

    জবাব
    • ভোকেশনাল পুনঃনিরীক্ষণ ফলাফল এখনো আমরা পায়নি।

  10. শাকিল হাসান

    যাদের এক বিষয়ে ফেল হয়েছে তারা কি ভতি হতে পারবে।

    জবাব
    • না, কোন ফেল শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।

  11. মৃদুল সরকার

    আমার বোর্ড রাজশাহী আমার ইতিহাসে ফেল এসেছে আমি বোর্ড চ্যালেন্জ করেছি| এই রেজাল্ট কিভাবে দেখবো !আর কবে রেজাল্ট প্রকাশ হবে

    জবাব
    • রাজশাহী বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে ফলাফল পাওয়ার লিংক দেওয়া হয়েছে। প্রয়োজনে দেখুন।

  12. মোঃরেদোয়ান

    মাদ্রাসা বোর্ডে, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করে? আর যেই গুলো পরিক্ষা হয় নায় সেই গুলো কি চ্যালেঞ্জ করা জাবে?

    জবাব
    • বরিশাল বোর্ডের বিজ্ঞপ্তিতে যে বিষয়ের পরীক্ষা হয় নি, সে বিষয়ে পুনঃনিরীক্ষণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফরম্যাটের নির্দেশনা জানতে বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। ধন্যবাদ।

  13. আরিফ বিল্লাহ

    আমি প্রথম পরিক্ষাটায় বিষয়কোট লিখতে ভুল কইরা ফালাইছি,,জার কারণে আমার কুরআনমাজিদ পরিক্ষা খারাপ করেছি আমার বিস্বাস আমার পরিক্ষারখাতাটা দেখলে আমি পাস করে জাব

    জবাব
    • উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করে দেখতে পারেন। ধন্যবাদ।

  14. বিপ্লব

    বি এম বিভাগের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিষয় কোড ও বোর্ড বসাতে পারছি না

    জবাব
    • কারিগরি বোর্ডে এখনো উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। একদিন অপেক্ষা করে দেখুন। ধন্যবাদ।

  15. বিপ্লব

    কারিগরি থেকে বোর্ড চ্যালেঞ্জ দেওয়া হলে জানাবেন প্লিজ

    জবাব
    • এখন পর্যন্ত কারিগরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রকাশ হলে আমরা এখানে তার নোটিশ যুক্ত করবো। ধন্যবাদ।

  16. Alif

    মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্টের চেঞ্জ করতে কিভাবে নিয়ম অনুসরণ করতে হবে? এবং কত টাকা ফি প্রদান করতে হবে? এই বিষয়ে আপনারা কোন গাইডলাইন দেননি

    জবাব
    • মাদ্রাসা বোর্ডের আলিম পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে। ধন্যবাদ।

  17. বিপ্লব

    টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণ অনেকে কলেজ থেকে করেছে। কিন্তু কম্পিউটার বা মোবাইল থেকে হচছে না কেন? টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণের সঠিক… উদাহরণ /ফরম্যাট টা দেন..

    জবাব
    • প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দেখুন।

  18. আবুল

    RSC Mym roll 176,177,178,179
    আমার ফিরতি মেসেস আসে না কেনো।

    জবাব
    • এবিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন। ধন্যবাদ।

  19. Alamin

    পুনঃ নিরক্ষনের আবেদনে মোবাইল নম্বর ভুল হলে করনীয়।

    জবাব
    • পুনঃনিরীক্ষণ আবেদন নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে করার চেষ্টা করুন।

  20. বিপ্লব

    পুন নিরীক্ষণ এর রেজাল্ট কবে ও কিভাবে পাব বলেন

    জবাব
    • ফেব্রুয়ারির ১৩ তারিখে দেওয়ার কথা আছে। বোর্ড ওয়েবসাইট বা এই প্রতিবেদন থেকে প্রকাশিত রেজাল্ট পাবেন।

  21. MSC Rasel Sarkar

    পুনঃমূল্যায়ন পরীক্ষার ফলাফল কিভাবে জানা যাবে?

    জবাব
    • বোর্ডের বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ফল প্রকাশ হলে এই প্রতিবেদনে ফলাফলের লিংক সরবরাহ করা হবে। ধন্যবাদ।

  22. Juton Das

    স্যার ম্যনুয়াল সিস্টেম কি দেওয়া হবে,,, যদি একটু জানান ভাল হবে,,

    জবাব
    • যদি বোর্ডে ম্যানুয়ালি ভর্তির সুযোগ দেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট বোর্ডে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সবচেয়ে ভালো হয় যদি বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে যোগাযোগ করেন। ধন্যবাদ।

  23. zuton Das

    কত জন শিক্ষার্থী ভর্তির বাকি রয়েছে সরকার কি তাদের,, সুযোগ দেবেনা,,,

    জবাব
    • দেখা যাক বোর্ড এ বিষয়ে কি সিদ্ধান্ত দেয়। অপেক্ষা করুন অথবা বোর্ডে যোগাযোগ করুন।

  24. Md. Ahasan Habib

    মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষনে রেজাল্ট কি প্রকাশ হয়েছে?

    জবাব
    • আজ হবে। অপেক্ষা করুন।

  25. Aurpon sen

    এইচএসসি বিএম এর পুনঃনিরীক্ষনের ফলাফল কি প্রকাশিত হয়েছে?

    জবাব
    • এখন পর্যন্ত ফল প্রকাশ হয় নি। অপেক্ষা করুন। এই প্রতিবেদন থেকে কারিগরি এইচএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানতে পারবেন।

  26. আবির হাসান

    এইচএসসি বিএম এর পুনঃনিরীক্ষনের ফলাফল কি প্রকাশিত হয়েছে?

    জবাব
    • হ্যাঁ, প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে যুক্ত লিংক থেকে কারিগরির পুনঃনিরীক্ষণ ফল জানতে পারবেন।

  27. বিপ্লব

    টেক্নিক্যাল বোর্ডের রেজাল্ট কবে দেবে জানাবেন।

    জবাব
    • কারিগরি বোর্ডের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের লিংক থেকে সরাসরি রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ।

  28. বিপ্লব

    অনার্সে কি ভর্তি শুরু হয়েছে

    জবাব
    • জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

  29. Rukan uddin chy

    নিরীক্ষণ এর ফলে রেজাল্ট কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?

    জবাব
    • সম্ভবত না।

  30. Mst moni

    SSC re exam er result kivabe pabo, SSC exam 2022

    জবাব
    • এসএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  31. Shamima Sultana

    ২০২৩ এসএসসি তে GPA-5 পেয়েছে,পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (একটি সাবজেক্টে ) এর রেজাল্ট কবে দিবে? রেজাল্ট না দেওয়া পর্যন্ত কি কলেজে ভর্তি হতে পারবে না

    জবাব
    • একাদশে ভর্তি ফল প্রকাশের আগে দিবে।

  32. Shamima Sultana

    পাস করেছে ,GPA-5 পেয়েছে, কিন্তু একটি সাবজেক্টে পুনঃনিরীক্ষণ করতে দিয়েছে,সেকি কলেজে ভর্তি হতে পারবে ?

    জবাব
  33. সালমান

    মাদ্রাসা বোর্ড ঢাকা কতো জন bord challenge কোরেছে জদি একটু বোলতেন মাদ্রাসা থেকে কতজন ছাত্রছাত্রী বোর্ড চ্যালেঞ্জ করেছে??
    একটু বোলবেন pls

    জবাব
    • এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য আমাদের কাছে নেই। বোর্ড এসব তথ্য শেয়ার করে না।

  34. Imran hossain

    আপনাদের দেওয়া নোটিশের ভিত্তিতে নির্দেশনা মোতাবেক আমি আমার বোনের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করেছিলাম।
    সেখানে একাধিক বিষয়ের জন্য চ্যানেল ছিল। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর দেখা যায় সেখানে বোনের রোল নাম্বার অনুপস্থিত।
    আমি এবং আমার বোন খুবই শিওর ছিলাম ফলাফল পরিবর্তন হবে।
    আমি নিজ টেলিটক সিম থেকে খাতা চ্যালেঞ্জে আবেদনটি করেছিলাম।
    পেমেন্ট ও কমপ্লিট হয়েছিল।
    এক্ষেত্রে কোনোভাবে কি পুনঃনিরক্ষণ অসম্পূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে?

    আর থাকলে সেটা যাচাই করা সম্ভব কি?

    জবাব
    • খাতা দেখে ফলাফল পরিবর্তন হয়নি। তাই নতুন করে আর রেজাল্ট প্রকাশ করেনি। নিয়ম মেনে আবেদন করলে অসম্পূর্ণ থাকার কথা না।

মন্তব্য করুন